বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের প্রথম অধিনায়ক করোনায় আক্রান্ত
জার্নাল ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২২, ০৫:৫১

ফাইল ছবি
জার্নাল ডেস্ক
বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের প্রথম অধিনায়ক ও মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার রাতে সংসদ সদস্য নিজেই এই তথ্য গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন।
|আরো খবর
গত সপ্তাহ থেকে করোনার নানান উপসর্গ থাকায় শুক্রবার নমুনা পরীক্ষায় সংসদ সদস্য দুর্জয়ের করোনা পজিটিভ আসে। এরপর থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন তিনি। এখন ঢাকার নিজ বাসায় অবস্থান করছেন তিনি। দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সাবেক এ অধিনায়ক।
বাংলাদেশ জার্নাল/কেএ