ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

দিনাজপুরে হু হু করে বাড়ছে করোনা শনাক্তের হার

  দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২২, ১৮:৩২

দিনাজপুরে হু হু করে বাড়ছে করোনা শনাক্তের হার

দিনাজপুর জেলাকে রেড জোন ঘোষণা করার পর থেকেই হু হু করে বাড়ছে করোনা শনাক্তের হার। সচেতন না হলে করোনা আক্রান্তের সংখ্যা আরও বেড়ে যাবে বলে আশঙ্কা বিশেষজ্ঞ মহলের। বৃহস্পতিবার এ জেলায় করোনা শনাক্তের হার ২১ দশমিক ৬৩ শতাংশ।

করোনা শনাক্ত উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ার কারণ হিসেবে জেলা সিভিল সার্জন বোরহান উল ইসলাম সিদ্দিকী বলেন, দিনাজপুরে দুটি স্থলবন্দর রয়েছে। এছাড়া সীমান্তবর্তী জেলা হওয়ায় করোনা শনাক্তের হার উউদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে।

তিনি আরও বলেন, করোনা প্রতিরোধে যেসব নির্দেশনা রয়েছে তা যথাযথভাবে পালন করা হচ্ছে না। মানুষ মাস্ক পরা অনেকটা ভুলেই গিয়েছে। সামাজিক গুরুত্ব নেই বললেই চলে। মানুষ গাদাগাদি করে চলাফেরা করছে। এছাড়া বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যাতায়াত করার ফলে এই করোনা শনাক্তের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত