ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৬ মিনিট আগে
শিরোনাম

তিস্তার বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

  লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২২, ২২:১৬

তিস্তার বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা
ছবি- প্রতিনিধি

লালমনিরহাটে তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বিল্লাল হোসেন নামে এক বালু ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরের দিকে সদর উপজেলার চর গোকুন্ডা গ্রামে তিস্তা নদীর বালুচরে এ অভিযান চালান সদর উপজেলা সহকারী কমিশনার রুবেল রানা।

এসিল্যান্ড রুবেল রানা জানান, চর গোকুন্ডা এলাকার বিল্লাল হোসেন নামে একজন বালু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে তিস্তা নদীর জেগে ওঠা বালুচর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছিল। এর আগেও অভিযান চালিয়ে জরিমানা করা হয়। কিন্তু তারপরও তার বালু বিক্রি বন্ধ হয়নি। রাতের আঁধারে ট্রাকে করে বালু বিক্রি করতেন বিল্লাল হোসেন।

স্থানীয়দের অভিযোগে পুলিশ নিয়ে চর গোকুন্ডা গ্রামে অভিযান চালিয়ে হাতে নাতে ট্রাকসহ বিল্লালকে আটক করা হয়। পর অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। আগামীতে এভাবে বালু উত্তোলন না করতে তাকে কঠোরভাবে সতর্ক করা হয়।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত