ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৯ মিনিট আগে
শিরোনাম

চট্টগ্রামে একদিনে শনাক্তের হার ৩৩ শতাংশ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২২, ০৯:৪০  
আপডেট :
 ২১ জানুয়ারি ২০২২, ০৯:৫৪

চট্টগ্রামে একদিনে শনাক্তের হার ৩৩ শতাংশ

গেল ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে এক হাজার ১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ নয় হাজার ৩৯৩ জনে। এদের মধ্যে মারা গেছেন এক হাজার ৩৪৩ জন।

শুক্রবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে তিন হাজার ৮০ জনের নমুনা পরীক্ষায় এক হাজার ১৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়।

এতে করে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩৩ দশমিক ০১ শতাংশ। শনাক্তদের মধ্যে ৮০৭ জন নগরের এবং ২১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত