সেতুর পিলারে ধাক্কা লেগে ২ মোটরসাইকেল আরোহী নিহত
জার্নাল ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২২, ১১:২০

মাদারীপুরে সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে হাসপাতালে নেয়ার পর তারা মারা যায়।
|আরো খবর
এর আগে রাত ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের হবিগঞ্জ সেতুর উত্তরপাড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের চাষার গ্রামের জহির ফরাজীর ছেলে জনি ফরাজী (১৭) ও একই গ্রামের লোকমান ফরাজীর ছেলে নাঈম ফরাজী (১৮)। তারা দুজনই জালালপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
এলাকাবাসী জানায়, রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলযোগে হবিগঞ্জ সেতুর দক্ষিণপাড় থেকে উত্তরপাড়ে যাচ্ছিল জনি ও নাঈম। পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে আহত হয় তারা। পরে স্থানীয়রা তাদের মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। রাত ১১টার দিকে সদর হাসপাতালে নাঈম ফরাজী ও ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে জনি ফরাজী মারা যায়।
পরে পরিবার নিহতদের মরদেহ নিয়ে গেছে বলে জানান মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলা মিঞা।
বাংলাদেশ জার্নাল/পিএল