ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

যশোরে শনাক্তের হার ৩৫ দশমিক ৪৪ শতাংশ

  যশোর প্রতিনিধি

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২২, ১৯:৩৫

যশোরে শনাক্তের হার ৩৫ দশমিক ৪৪ শতাংশ

যশোরে গত ২৪ ঘণ্টায় ৯৫ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হলো ২২ হাজার ৩৯৬ জনের।

যশোর সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ২৬৮টি নমুনা পরীক্ষায় ৯৫ জনের করোনা শনাক্ত হয়। এ দিন শনাক্তের হার ৩৫ দশমিক ৪৪ শতাংশ। এর আগের দিন ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছিলেন। ওইদিন শনাক্তের হার ছিল ৩৫ শতাংশ। করোনার উর্দ্ধগতি অব্যহতি রয়েছে। এ অবস্থায় আজ থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত স্কুল কলেজসহ সমপর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

করোনা প্রতিরোধে গঠিত জেলা কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস জানিয়েছেন, করোনা পরিস্থিতির ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। এ অবস্থায় সবাইকে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলা হয়েছে। জেলা প্রশাসন থেকে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। সর্বশেষ সরকার থেকে স্কুল-কলেজ বন্ধসহ অন্যান্য যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তা বাস্তবায়ন করা হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত