কলেজের পিকনিক বাস খাদে
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২২, ২০:৩১

নিয়ন্ত্রণ হারিয়ে পটুয়াখালীর কুয়াকাটাগামী পাবনার একটি কলেজের পিকনিক বাস খাদে পড়ে পাঁচজন আহত হয়েছে। শুক্রবার সকালের দিকে সদর উপজেলার প্রস্তাবিত ইপিজেড পাডুখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
|আরো খবর
আহতরা হলেন, পাবনার বনগ্রামের আতাই, কসবা এলাকার বাসিন্দা এস এস মরজুদ্দিন, পার্থনা বিশ্বাস, শাহনাজ পারভীন, রমেন বিশ্বাস ও মোসা. আফরোজা। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে অপর একটি পরিবহনে কুয়াকাটায় চলে যান তারা।
পটুয়াখালী সদর থানার এএসআই নজরুল ইসলাম জানান, পাবনা থেকে একটি কলেজের পিকনিক পার্টি কুয়াকাটার উদ্দেশ্যে যাচ্ছিলো। দুটি পরিবহনে করে যাওয়ার সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। আহতদের মধ্যে পাঁচজনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
বাংলাদেশ জার্নাল/এসকে