ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

করোনায় আক্রান্ত কয়েকজনের বাড়ি লকডাউন

  কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২২, ১৯:২৩

করোনায় আক্রান্ত কয়েকজনের বাড়ি লকডাউন
ছবি- প্রতিনিধি

যশোর কেশবপুরে শনিবার একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে গত ৮ দিনে ১৩ ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হলেন। উপজেলা প্রশাসন তাদের বাড়ি লকডাউন করে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে। করোনায় আক্রান্তরা চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৫ জানুয়ারি থেকে এ পর্যন্ত ৩৬ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এবং হাসপাতালে তাদের নমুনা পরীক্ষা করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আহসানুল মিজান রুমি বলেন, করোনায় আক্রান্তরা চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে খাদ্য সহায়তা দেয়া অব্যাহত রয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত