ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

গোপালগঞ্জে প্রবাসীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২২, ১৯:৪৮

গোপালগঞ্জে প্রবাসীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
ছবি- প্রতিনিধি

গোপালগঞ্জে হংকং প্রবাসী গাজী কামালের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় সদর উপজেলার উরফি উনিয়ন পরিষদের সামনের সড়কে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে হংকং প্রবাসী গাজী কামালের পরিবারের সদস্যরা ও এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধন চলাকালে উরফি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মনির গাজী, বর্তমান চেয়ারম্যান গাজী ইকবাল হোসেন, ভাই গাজী জামাল হোসেন ও চাচাতো গাজী মেহেদী হাসান বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, হংকং প্রবাসী গাজী কামালের কাছে বিভিন্ন সময় চাঁদা দাবী করে আসছিল আরিফ, মনজুর চৌধুরী ও শাওন গংরা। কিন্তু গাজী কামাল চাঁদা দিতে অস্বীকার করলে তার উপর সন্ত্রাসী হামলা চালানো হয়। এ ঘটনায় হংকং-এ একটি মামলা দায়ে করা হয়। মামলায় আসামীরা জামিনে বের হয়ে আবারো তার উপর হামলা চালায়। দ্রুত গাজী কামলের নিরাপত্তাসহ দোষীদের শাস্তির দাবী চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করা হয়।

বাংলাদেশ জার্নাল/এএম

  • সর্বশেষ
  • পঠিত