বারিধারায় বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২২, ১৯:১৪

রাজধানীর বারিধারায় একটি ৬ তলা ভবনে লাগান নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে।
|আরো খবর
রোববার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের কর্মকর্তা মো. রায়হান বাংলাদেশ জার্নালকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেল ৪ টা ২৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। সাড়ে ৪টার মধ্যে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায়।
খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটকে পর্যায়ক্রমে ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
এরপর প্রায় ঘণ্টাখানেক প্রচেষ্টার পর বিকাল ৫ টা ২০ মিনিটে ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, আগুন লাগার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে এখনও কিছু জানা যায়নি।
বাংলাদেশ জার্নাল/আরকে