দিনাজপুরে আরও দুজনের মৃত্যু ২
জার্নাল ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২২, ১০:৪০

গেল ২৪ ঘণ্টায় দিনাজপুরে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন করোনায় এবং একজন উপসর্গ নিয়ে মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৮ জনে।
|আরো খবর
সোমবার সকালে দিনাজপুরের সিভিল সার্জন ডা. এএইচএম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. এএইচএম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী জানান, দিনাজপুরে ২৪ ঘণ্টায় ১৪৯ নমুনা পরীক্ষা করে ৭৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫০ দশমিক ৩৩ শতাংশ। জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৩০৭ জন। বর্তমানে সক্রিয় করোনা রোগী ৩৮৩ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬৩২ জন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ১৪ জন ভর্তি রয়েছেন। আর করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৪ জন।
বাংলাদেশ জার্নাল/ওএফ