চট্টগ্রামে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২২, ১৪:১৩ আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১৪:১৭

চট্টগ্রামের মীরসরাইয়ের নিজামপুর থেকে অস্ত্রসহ মো. শওকত হাসান (৩৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
|আরো খবর
সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব -৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। এরআগে রোববার তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শওকত সীতাকুণ্ড উপজেলার মধ্যম মাহমুদাবাদের মৃত সোনা মিয়ার ছেলে।
নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মীরসরাইয়ের নিজামপুর বাজারে অভিযানে যায় র্যাবের একটি দল। এসময় ওই বাজার এলাকা থেকে ১টি এলজি এবং ২রাউন্ড গুলিসহ ১জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সন্ত্রাসীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/ওএফ