ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

গাজীপুরে প্রতি ৭ জনে ৩ জনের করোনা

  গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২২, ১৫:০৮

গাজীপুরে প্রতি ৭ জনে ৩ জনের করোনা
ছবি-সংগৃহীত

গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫৫ জনের নমুনা পরীক্ষায় ১৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। গাজীপুর সিভিল সার্জন মোঃ খায়রুজ্জামান রোববার সন্ধ্যায় জানান, জেলায় শনাক্তের হার শতকরা ৪৩ দশমিক ৯ ভাগ। পরিসংখ্যানে দেখা গেছে গাজীপুরে প্রতি ৭ জনে ৩ জন করোনায় আক্রান্ত হচ্ছেন।

নতুন আক্রান্তদের মধ্যে কালীগঞ্জ উপজেলায় ৭ জন, কালিয়াকৈর উপজেলায় ১১ জন, কাপাসিয়া উপজেলায় ৫ জন, শ্রীপুর উপজেলায় ১৪ জন ও গাজীপুর সদরে ১১৬ জন রয়েছে।

জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৯১৩ জনে। আর ৫০৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কালীগঞ্জ উপজেলায় ১ হাজার ৮৭৭ জন, কালিয়াকৈর উপজেলায় ২ হাজার ৪১৩ জন, কাপাসিয়া উপজেলায় ২ হাজার ৫১১ জন, শ্রীপুর উপজেলায় ৩ হাজার ২৬৬ জন ও গাজীপুর সদরে ১৫ হাজার ৮৪৬ জন রয়েছেন। এছাড়াও ২৪ হাজার ৪৬৫ জন সুস্থ হলেও করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় ৫০৭ জন মৃত্যুবরণ করেছেন।

বাংলাদেশ জার্নাল/পিএল

  • সর্বশেষ
  • পঠিত