মাদক সেবন করে রাস্তায় মাতলামি, যুবকের কারাদণ্ড
হিলি প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২২, ২২:০৬

দিনাজপুরের নবাবগঞ্জের ভাদুরিয়া বাজারে মাদক সেবন করে মতলামি করার অভিযোগে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় পাঁচশ টাকাও জরিমানা করা হয়।
|আরো খবর
মঙ্গলবার বিকেল ৫ টায় উপজেলার ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে পুলিশের সহযোগিতায় আটক করে তাকে এই সাজা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট অনিমেষ সোম।
সাজাপ্রাপ্ত দেলোয়ার হোসেন ঘোড়াঘাট উপজেলার চৌরিগাছা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিমেষ সোম বলেন, উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কের বাজার এলাকায় নেশা পান করে এক যুবক মাতলামি করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের সহযোগিতা সেখানে অভিযান চালিয়ে দেলোয়ারকে মাদকসেবনরত অবস্থায় আটক করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃত যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সেই সাথে জরিমানা করা হয়েছে ৫শ টাকা।
বাংলাদেশ জার্নাল/এএম