ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ড

নৌপরিবহন অধিদপ্তরের ৪ সার্ভেয়ারকে বদলি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২২, ১২:১৫  
আপডেট :
 ২৬ জানুয়ারি ২০২২, ১২:২১

নৌপরিবহন অধিদপ্তরের ৪ সার্ভেয়ারকে বদলি
ফাইল ফটো

ঝালকাঠির সুগন্ধা নদীতে আগুনে পুড়ে যাওয়া এমভি অভিযান-১০ লঞ্চের সার্ভেয়ারসহ একই পদের চারজনকে বদলি করেছে নৌপরিবহন অধিদপ্তর।

তারা হলেন, মাহবুবুর রশিদ, সিরাজুল ইসলাম, মোহাম্মদ এহতেছানুল হক ফকির ও মো. শাহরিয়ার হোসেন।

গতকাল মঙ্গলবার নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর আবু জাফর মোহাম্মদ জালাল উদ্দীন চারজনের দপ্তর বদলের আদেশ জারি করেন।

নৌপরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মনজুরুল কবির জানান, অভিযান-১০ লঞ্চের সার্ভেয়ার ছিলেন মাহবুবুর রশিদ। তবে তার ভাষায়, এটা ‘নিয়মিত বদলি’।

ঢাকা থেকে যাত্রী নিয়ে বরগুনায় যাওয়ার পথে ২৩ ডিসেম্বর রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে আগুন ধরে অভিযান-১০ লঞ্চে। ওই ঘটনায় এ পর্যন্ত অর্ধশত মৃত্যুর খবর জানিয়েছে পুলিশ। আহত ও দগ্ধ হয়েছেন অন্তত ৮০ জন।

নৌপরিবহন অধিদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, চট্টগ্রামের জাহাজ সার্ভেয়ার মো. সিরাজুল ইসলামকে ঢাকায় এবং ঢাকার মাহবুবুর রশিদকে চট্টগ্রামে বদলি করা হয়েছে।

ভৈরবের জাহাজ সার্ভেয়ার মোহাম্মদ এহতেছানুল হক ফকিরকে নারায়ণগঞ্জে বদলি করা হয়েছে। তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে চাঁদপুরের দায়িত্বও পালন করবেন।

নারায়ণগঞ্জের জাহাজ সার্ভেয়ার মো. শাহরিয়ার হোসেনকে ভৈরবে বদলি করা হয়েছে। বরিশাল ও খুলনায় কর্মরত প্রকৌশলী ও জাহাজ সার্ভেয়ারের কর্মস্থল অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ জার্নাল/এএম

  • সর্বশেষ
  • পঠিত