ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

মোংলায় হরিণের চামড়াসহ যুবক আটক

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২২, ১২:২২

মোংলায় হরিণের চামড়াসহ যুবক আটক
সংগৃহীত ছবি

বাগেরহাটের মোংলায় পাঁচটি হরিণের চামড়াসহ আল আমিন (২৫) নামে একজনকে আটক করেছে র‌্যাব-৬।

র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে মোংলা উপজেলার দিগরাজ বাজার থেকে ওই যুবককে হরিণের চামড়াসহ আটক করা হয়।

গ্রেপ্তার আল আমিন খুলনার দাকোপ উপজেলার উত্তর বানিশান্তা গ্রামের মো. ফারুক শরীফের ছেলে।

র‌্যাব কর্মকর্তা মাহফুজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর একটি দল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ওই এলাকায় অবস্থান নেয়। মো. আল আমিন ওই এলাকায় পৌঁছালে তার ব্যাগে তল্লাশি চালিয়ে পাঁচটি হরিণের চামড়া পাওয়া যায়।

মাহফুজ বলেন, “গ্রেপ্তার আল আমিন পাচারকারী দলের সক্রিয় সদস্য। সে চামড়াগুলো বিক্রির উদ্দেশ্যে মোংলা থেকে বাগেরহাটের দিকে যাচ্ছিল।”

বেশ কয়েকদিন আগে সুন্দরবন থেকে হরিণগুলো শিকার করা হয়েছে জানিয়ে র‌্যাব কর্মকর্তা বলেন, “হরিণগুলো সুন্দরবনের কোন এলাকায় শিকার করা হয়েছে, চামড়াগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এই চক্রে আর কারা জড়িত, এসব বিষয়ে জানতে আল আমিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আল আমিনকে মামলা দিয়ে হরিণের পাঁচটি চামড়াসহ মোংলা থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত