হিলি স্থলবন্দর দিয়ে ফের আমদানি রপ্তানি শুরু
জার্নাল ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২২, ১০:৫৬

ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এক দিন বন্ধ থাকার পর ফের দিনাজপুরের হিলি স্থলবন্দরে দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে।
|আরো খবর
বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
জামিল হোসেন জানান, বুধবার ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস ছিল। দিনটি উপলক্ষে গতকাল ভারতে সরকারি ছুটি ছিল। এ জন্য দুই দেশের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানির কার্যক্রম বন্ধ রেখেছিলেন। একদিন বন্ধের পর বৃহস্পতিবার সকাল থেকে আবারও এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
বাংলাদেশ জার্নাল/ওএফ