ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

এক বছর পর হিলি স্থলবন্দর দিয়ে সজনে আমদানি শুরু

  হিলি প্রতিনিধি

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ২০:০০

এক বছর পর হিলি স্থলবন্দর দিয়ে সজনে আমদানি শুরু
ছবি- প্রতিনিধি

দেশের বাজারে চাহিদা থাকায় দীর্ঘদিন পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুরু হয়েছে সজনে আমদানি।

রোববার দুপুরের দিকে সজনে বোঝাই একটি মিনি পিকআপ ভারত থেকে হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্যদিয়ে আমদানি শুরু হয়। হিলি শিপিং ট্রেডিং নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান সজনেগুলো আমদানি করে।

সজনে আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি মাহবুবুর আলম জানান, ঢাকার বাজারে বারোমাসি সজনের চাহিদা রয়েছে। তাই ভারতের উত্তর প্রদেশ থেকে আজ ১ হাজার ৫০০ কেজি সজনে আমদানি করা হয়েছে। এসব সজনে ঢাকার বিভিন্ন কাঁচাবাজারে সরবরাহ করা হবে। প্রতিকেজি সজনে বিক্রি হবে ১০০ থেকে ১৫০ টাকা কেজি দরে।

হিলি স্থলবন্দর পরিচালনাকারী পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, আজ হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সজনে আমদানি হয়েছে। সজনে যেহেতু কাঁচামাল, তাই এটি যাতে আমদানিকারক প্রতিষ্ঠান দ্রুত সময়ে বাজারজাত করতে পারে সেদিকে লক্ষ্য রেখে সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছি।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত