ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩১ মিনিট আগে
শিরোনাম

সাবেক আমলা, বিচারপতি, আইনজীবীদের নামই তালিকায় বেশি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ২১:১৫

সাবেক আমলা, বিচারপতি, আইনজীবীদের নামই তালিকায় বেশি
ফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে সোমবার ৩২২ জনের প্রস্তাবিত নামের তালিকা প্রকাশ করেছে সার্চ কমিটি। সেখানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের নাম রয়েছে। তবে সাবেক আমলা, বিচারপতি, আইনজীবী, সাবেক সেনা কর্মকর্তা, শিক্ষকদের নামই তালিকায় বেশি।

সোমবার রাতে ব্যক্তি, দল, সংগঠনের প্রস্তাবিত সব নামের তালিকা মন্ত্রিপরিষদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আজ শেষ হচ্ছে। তার আগেই নতুন নির্বাচন কমিশন গঠনের কথা ছিলো। স্বাধীনতার পর এবারই প্রথম আইন অনুযায়ী ইসি গঠিত হচ্ছে। গত ২৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ জাতীয় সংসদে পাস হয়।

আইন অনুযায়ী সার্চ কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে হবে। এ হিসাবে সার্চ কমিটির হাতে সময় আছে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। কমিটি সিইসি পদের জন্য ২টি ও ইসি পদে ৮ জনের নাম প্রস্তাব করবে। এর মধ্য থেকে একজন সিইসি ও সর্বোচ্চ চারজন ইসি সদস্য বেছে নেবেন রাষ্ট্রপতি। সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আরও পড়ুন : ইসি গঠনে প্রস্তাবিত ৩২২ জনের নামের তালিকা প্রকাশ

বাংলাদেশ জার্নাল/কেএ

  • সর্বশেষ
  • পঠিত