ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

ভালোবাসা দিবসে ময়লার স্তূপে জীবিত নবজাতক

  লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৮:১৬

ভালোবাসা দিবসে ময়লার স্তূপে জীবিত নবজাতক
ছবি- প্রতিনিধি

লালমনিরহাটে একটি ময়লার স্তূপ থেকে এক কণ্যা নবজাতককে জীবিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শিশুটি বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালের নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবসে শিশুটিকে উদ্ধার করা হয়। বর্তমানে শিশুটির চিকিৎসা চলছে। শিশুটি এখন সুস্থ আছে। কে বা কারা শিশুটিকে ফেলে গেছেন তা এখনও বের সন্ধান পাওয়া যায়নি।

শিশুটিকে উদ্ধার করেন লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম। সোমবার রাতে নবজাতক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম।

এর আগে সকাল সাড়ে ৮টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন কালীবাড়ি (পুরান বাজার) এলাকার একটি ময়লার স্তূপ থেকে শিশুটিকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, ঐ এলাকায় ময়লার স্তূপে জীবিত অবস্থায় শিশুটি পড়েছিলো। খবর পেয়ে আমরা শিশুটি উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাই। হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য নবজাতক ওয়ার্ডে ভর্তি করায়। বর্তমানে শিশুটি হাসপাতালের নিবিড় পরিচর্যায় আছে।

স্থানীয়রা জানান, সকালে ময়লার স্তূপে শিশুর কান্না শুনে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।

লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নেওয়াজ মোরশেদ জানান, শিশুটির চিকিৎসা চলছে। বাচ্চাটি এখন সুস্থ আছে।

লালমনিরহাট সদর থানার ওসি শাহা আলম জানান, উদ্ধার নবজাতকের পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় পেলে আইনি ব্যবস্থা প্রয়োজনীয় নেয়া হবে।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত