ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

২০ জন আহত

নাটোরে আওয়ামী লীগের সম্মেলন ঘিরে সংঘর্ষ

  নাটোর প্রতিনিধি

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ২০:৪২  
আপডেট :
 ১৯ ফেব্রুয়ারি ২০২২, ২২:২০

নাটোরে আওয়ামী লীগের সম্মেলন ঘিরে সংঘর্ষ
ছবি- প্রতিনিধি

আগামীকাল রোববার জেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে নাটোর সার্কিট হাউজে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

শবিবার সন্ধ্যা ৬টার দিকে সার্কিট হাউসে অবস্থান নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ গিয়ে নেতা-কর্মীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।

এতে নাটোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু, আওয়ামী লীগ নেতা মশিউর রহমান, পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মীর নাফিউল ইসলাম অন্তরসহ দুই গ্রুপের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাত বছর পর আগামীকাল রোববার নাটোর জেলা আওয়ামী লীগের দীর্ঘ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে কেন্দ্রীয় নেতারা স্থানীয় সার্কিট হাউসে আসার কথা শুনে দুপুর থেকেই স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান গ্রুপের নেতাকর্মীরা সার্কিট হাউসে অবস্থান নেয়। বিকেলের পর ৬টার দিকে সার্কিট হাউসে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে।

পরে খবর পেয়ে পুলিশ গিয়ে নেতাকর্মীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সার্কিট হাউজে অবস্থান করছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রোকেয়া, সংসদ সদস্য আব্দুল কুদ্দুস, সংসদ সদস সদস্য শফিকুল ইসলাম শিমুল প্রমুখ।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত