ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৪ মিনিট আগে
শিরোনাম

ইছামতি খালে উচ্ছেদ অভিযান শুরু

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪৫

ইছামতি খালে উচ্ছেদ অভিযান শুরু
ছবি- প্রতিনিধি

মুন্সীগঞ্জের মিরকাদিমের ঐতিহ্যবাহী ইছামতি খালে অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান শুরু হয়েছে।

রোববার সকাল ১০টা থেকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার ইছামতি খালে উচ্ছেদ অভিযান শুরু হয়। এর আগে গতকাল শনিবার খালটির সিমানা নির্ধারণ করা হয়।

প্রায় দুই শতাধিক অবৈধ দখলদারের তালিকা তৈরি করে রোববার সকাল থেকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকারের নেতৃত্বে উচ্ছেদ কার্যক্রম শুরু করে প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার জানান, অবৈধ দখলদারদের হাত থেকে নদী ও খাল রক্ষার কর্মসূচির অংশ হিসাবে মিরকাদমের ঐতিহ্যবাহী ইছামতি খালটি দখলমুক্ত করে পুনরায় পানি প্রবাহের উপযুক্ত করা চেষ্টা করা হচ্ছে। পর্যাক্রমে সদর উপজেলার গুরুত্বপূর্ণ সকল খালো চিহৃিত করে দখলমুক্ত করা হবে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত