ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

রামগঞ্জে অবৈধ ট্রলি বন্ধের ঘোষণা আনোয়ার খান এমপির

  রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৫৬  
আপডেট :
 ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪১

রামগঞ্জে অবৈধ ট্রলি বন্ধের ঘোষণা আনোয়ার খান এমপির
ছবি- প্রতিনিধি

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান রামগঞ্জ উপজেলায় অবৈধ ট্রলি বন্ধ করার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার সকালে রামগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা এতে সভাপতিত্ব করেন।

এ সময় সংসদ সদস্য আনোয়ার হোসেন খান বলেন, শেখ হাসিনা শুধু একটি নাম নয়। এই নামটি এখন বাংলার মানুষের জন্য আশা, ভালোবাসা এবং স্বপ্ন দেখার সারথি। আজকের এই আধুনিক সোনার বাংলার কারিগর তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভরসায় এই দেশের মানুষ নতুনভাবে জীবন-যাপন করতে শিখেছে। এগিয়ে যেতে শিখেছে। তার নেতৃত্বে দেশের অনেক উন্নয়ন হয়েছে। তাই উন্নয়ন কর্মকাণ্ড বিফলে যেতে দেয়া যাবে না।

মাসিক আইনশৃঙ্খলা সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ ক ম রুহুল আমিন, এমপির স্থানীয় প্রতিনিধি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, থানার ওসি এমদাদুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন, পৌর প্যানেল মেয়র মামুনুর রশিদ মামুন আখন্দসহ ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত