ডিএমপির পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৬ কর্মকর্তা বদলি
জার্নাল ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২২, ১৯:২৪

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক পদমর্যাদার ছয়জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
|আরো খবর
রোববার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত পৃথক পৃথক অফিস আদেশে এ বদলি করা হয়।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন- ডিএমপির যাত্রাবাড়ী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) আয়ান মাহমুদকে যাত্রাবাড়ী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত), যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়ামিন কবিরকে নিউমার্কেট থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত), নিউমার্কেট থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ মনিরুল হক ডাবলুকে লজিস্টিকস বিভাগ, লজিস্টিকস বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক হালদার অর্পিত ঠাকুরকে নিউমার্কেট থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন), সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আব্দুল বাতেনকে কাফরুল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) এবং সশস্ত্র পুলিশ পরিদর্শক (লাইনওআর) মো. শাহী আলমকে পিওএম-উত্তর বিভাগে বদলি করা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/এমএস