ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

‘হঠাৎ চাকরিচ্যুত হওয়ায় ঈদের আনন্দ মাটি হয়ে গেল’

  সাভার প্রতিনিধি

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২২, ০৭:৫০

‘হঠাৎ চাকরিচ্যুত হওয়ায় ঈদের আনন্দ মাটি হয়ে গেল’
ছবি: প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় ফ্যাশনইট নামে একটি সোয়েটার কারখানা ১১০ জন শ্রমিককে ছাঁটাই করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দেয়া হয়েছে।

কর্মবিরতি পালন করার জেরে তাদের নিয়ম মাফিক ছাঁটাই করা হচ্ছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল মালেক ।

তাছাড়া বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩ (১) ধারার ক্ষমতাবলে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলে বুধবার প্রতিষ্ঠানের পরিচালক লি ওয়াই কিট (রিকি লি) স্বাক্ষরিত একটি নোটিশ কারখানার দেয়ালে সাঁটানো হয়েছে।

ছাঁটাইকৃত শ্রমিকদের তালিকায় তাদের ছবিও সংযুক্ত করেছে এই প্রতিষ্ঠানটি।

ব্যবস্থাপক আব্দুল মালেক বলেন, ‘আপনি যদি যুক্তিসঙ্গত মনে না করেন, তাহলে আমার করার কিছু নাই। বাংলাদেশের প্রত্যেকটা ফ্যাক্টরি এভাবেই চলে।’

শ্রকিদের ছবি সংযুক্ত করার প্রতিবাদ জানিয়েছেন পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খাইরুল মামুন মিন্টু।

মজুরি কম দেয়ায় কয়েকদিন ধরে কারখানাটিতে শ্রমিকরা কর্ম বিরতি পালন করছিলেন। হঠাৎ চাকরিচ্যুত হয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ।

ওয়াসিম নামে একজন শ্রমিক বলেন, ‘সামনে ঈদ। হঠাৎ চাকরিচ্যুত হওয়ায় আমাদের পুরো পরিবারের ঈদের আনন্দ মাটি হয়ে গেল।’

শ্রমিকদের দাবি ঈদের আগে কারখানাটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করায় তারা চরম বিপাকে পড়েছেন পরিবার পরিজন নিয়ে ঈদ করায় অনিশ্চয়তা দেখা দিয়েছে তাদের মাঝে।

এদিকে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত