ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

হাওরে ঢুকছে পানি, ঝুঁকিতে ফসল

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২২, ১৯:৪৫  
আপডেট :
 ১৭ এপ্রিল ২০২২, ২১:২৮

হাওরে ঢুকছে পানি, ঝুঁকিতে ফসল
ছবি- সংগৃহীত

উজানের মেঘালয় ও চেরাপুঞ্জির ভারী ঢলে সুনামগঞ্জে নদ-নদী ও হাওরে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। রোববার ঢলের পানি হাওরের পাড় উপচে তাহিরপুর উপজেলার বর্ধিত গুরমার হাওরে ঢুকেছে। এতে হাওরের ২ হাজার হেক্টর জমির ফসল ঝুঁকিতে পড়েছে। এছাড়া আরও ১০-১২টি ছোট হাওর ডোবার শঙ্কায় আছে।

এছাড়া জেলার জগন্নাথপুর উপজেলায় দুটি ফসল রক্ষা বাঁধ ভেঙে হাওরে পানি ঢুকে পড়েছে। রোববার সকালে উপজেলার কুশিয়ারা নদী-তীরবর্তী রমাপতিপুর গ্রামের গলাখাল বাঁধ ভেঙে হাওরে পানি ঢুকে পড়ে। এর আগে গতকাল শনিবার রাতে নলজুর নদের পানি উপচে আধাকান্দি হাওরে ঢুকে পড়ে।

স্থানীয় কৃষকেরা জানান, এসব বাঁধ নতুন নয়। হাওরের পাড়ে বাধগুলো পুরনো। শনিবার দিবাগত রাতে হাওরে ব্যাপক পানির চাপ সৃষ্টি হয়। এরপর সকালে বাঁধ উপচে হাওরে পানি ঢুকতে শুরু করে।

সুনামগঞ্জ পাউবো সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি বেড়েছে ৪০ সেন্টিমিটার। এ ছাড়া জেলার সীমান্তবর্তী জাদুকাটায় এ সময়ে পানি বেড়েছে ৭১ সেন্টিমিটার, পাটলাই নদে ৪৩ সেন্টিমিটার। সুনামগঞ্জে ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৩ মিলিমিটার। সুনামগঞ্জে এবার প্রথম দফা পাহাড়ি ঢল নামে ৩০ মার্চ। এখন দ্বিতীয় দফা পাহাড়ি ঢলে ফসল বেশি ঝুঁকিতে আছে তাহিরপুর উপজেলার। উপজেলার সব নদ-নদীর পানি আবার বাড়ছে। এতে মাটিয়ান হাওর, গুরমার হাওর, শনির হাওর, মহালিয়া হাওর, সমসার হাওরের ফসল আবার ঝুঁকিতে পড়েছে।

তাহিরপুর উপজেলার চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বলেন, গুরমার হাওরের ফসল রক্ষায় গত ১৫ দিন ধরে লড়াই করছে সবাই। কৃষক, জনপ্রতিনিধি, প্রশাসন, পাউবো কর্মকর্তা সবাই মিলে হাওরের বাগমারা এলাকার ঝুঁকিপূর্ণ বাঁধটি সংস্কারের কাজ করছি। কিন্তু দ্বিতীয় দফা পাহাড়ি ঢলে পানির ব্যাপক চাপ বেড়ে রোববার সকাল থেকে হাওরের উঁচু স্থান দিয়ে উপচে পানি ঢুকছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তার সূত্রে জানা গেছে, সুনামগঞ্জে এবার ২ লাখ ২২ হাজার ৮০৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৪ লাখ মেট্রিক টন। এ পর্যন্ত ৩০ হাজার ৫৩০ হেক্টর জমির ধান কাটা হয়েছে। ধান কাটায় কৃষকদের পাশাপাশি হাওরে কম্বাইন্ড হারভেস্টার ও রিপার আছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত