ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

নিউমার্কেট এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২২, ১৮:১০  
আপডেট :
 ১৯ এপ্রিল ২০২২, ১৮:১২

নিউমার্কেট এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ

শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষের কারণে নিউমার্কেট এলাকায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়েছে।

মোবাইল অপারেটর সূত্র জানা যায়, মঙ্গলবার বিকেল সোয়া চারটার দিকে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়। সরকারি নির্দেশনা পাওয়ার পরই এই পদক্ষেপ নেয়া হয়।

দেশের চারটি মোবাইল অপারেটরের মধ্যে দুটি অপারেটর ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে বলে জানা গেছে। ফলে ঢাকা কলেজ এলাকায় অবস্থানকারী সাংবাদিকসহ অন্যরা মোবাইলে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না।

সোমবার (১৮ এপ্রিল) দিনগত রাতে নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা ধরে ব্যবসায়ীদের সংঘর্ষ চলে। রাত ১২টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ চলে রাত আড়াইটা পর্যন্ত। মধ্যরাতে দুপক্ষকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

এরপর মঙ্গলবার সকালে নীলক্ষেত মোড়ে শিক্ষার্থীরা আবারও অবস্থান নিলে ব্যবসায়ীদের সঙ্গে ফের সংঘর্ষ শুরু হয়। সকাল সাড়ে ১০টার পর নীলক্ষেত মোড় থেকে সায়েন্সল্যাব পর্যন্ত এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানেগ্যাস ছোড়ে পুলিশ।

বাংলাদেশ জার্নাল/রাজু/এসকে

  • সর্বশেষ
  • পঠিত