ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

৯ মামলায় ইভ্যালির রাসেলের জামিন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২২, ১৫:৪৮  
আপডেট :
 ২১ এপ্রিল ২০২২, ১৭:২৪

৯ মামলায় ইভ্যালির রাসেলের জামিন
ছবি: সংগৃহীত

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলকে জামিন দিয়েছে আদালত। চেক প্রতারণার অভিযোগে নয় মামলা থেকে জামিন পেলেও কারামুক্ত হচ্ছেন না তিনি।

রাসেলের আইনজীবী আহসান হাবীব বলেন, বৃহস্পতিবার নয়টি মামালা থেকে জামিন পেয়েছেন রাসেল। চেকের মামলায় জামিন হলেও কারামুক্ত হতে পারছেন না তিনি। কারণ তার বিরুদ্ধে আরও বেশ কিছু মামলা রয়েছে।

প্রতারণার অভিযোগে ইভ্যালির সিইও রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে গত বছরের ১৫ সেপ্টেম্বর গুলশান থানায় মামলা করেন আরিফ বাকের নামে এক গ্রাহক। যার পরিপ্রেক্ষিতে রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব।

গত ৬ এপ্রিল সবগুলো মামলা থেকে জামিন পেয়েছেন রাসেলের স্ত্রী শামীমা। রাসেল বেশ কিছু মামলা থেকে জামিন পেলেও থাকতে হচ্ছে কারাগারেই।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত