ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

মানবসেবায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের বিশেষ সম্মাননা

  লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২২, ২২:৩২

মানবসেবায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের বিশেষ সম্মাননা
ছবি- প্রতিনিধি

মানব সেবায় অবদান রাখায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের বিশেষ সম্মাননা পুরষ্কার পেলেন প্রশাসনিক দুই কর্মকর্তা। বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের আয়োজনে ক্লাব প্রাঙ্গণে এ সম্মাননা দেয়া হয়।

প্রত্যান্ত অঞ্চলের সুবিধাবঞ্চিতদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্স সার্ভিস ও শিক্ষার্থীদের জন্য হেলথ কার্ড সেবা চালু করে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ ও উইমেন সাপোর্ট সেন্টারের মাধ্যমে ১ হাজার ২৩৪ জন নারী-শিশুদের ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিতসহ নানা সেবামূলক কর্মকাণ্ডে পুলিশ সুপার এএইচএম কামকরুজ্জামানকে এ সম্মাননা প্রদান করা হয়।

এ সময় আরও ১০ জন গুণী ব্যক্তিকে প্রেসক্লাবের আজীবন সদস্য সম্মাননায় ভূষিত করা হয়।

লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। সংবর্ধিত অতিথি উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ ও পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার ভূঁইয়া মাসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর-এ আলম, সিভিল সার্জন ডা. আহমেদ কবির, পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না, আইডিয়াল আলিম মাদ্রাসার চেয়ারম্যান মাওলানা জসিম উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত