ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

দৌলতদিয়ায় তীব্র যানজট, দুর্ভোগে যাত্রীরা

  রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ১০ মে ২০২২, ১৫:৫৯  
আপডেট :
 ১০ মে ২০২২, ১৬:০৬

দৌলতদিয়ায় তীব্র যানজট, দুর্ভোগে যাত্রীরা
ছবি: প্রতিনিধি

ঈদ শেষে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট হয়ে ঢাকাসহ বিভিন্ন জেলায় ফিরছেন শত শত মানুষ। ঈদের পর থেকেই তীব্র যানজট দেখা দিয়েছে দৌলতদিয়া মহাসড়কে। যানজটে আটকে ফেরির নাগাল পেতে যাত্রীদের কেটে যাচ্ছে পুরো রাত।

এদিকে পেছনের সিরিয়ালে থাকা বাজে মালবাহী ট্রাক (সহজে পচে না এমন পণ্য) দালাল চক্রের মাধ্যমে অবৈধ উপায়ে পারাপার হচ্ছে বলে অভিযোগ করেন সিরিয়ালে থাকা ট্রাক চালকেরা। আর এতেই ক্রমশ দীর্ঘ হচ্ছে যানজটের মাত্রা।

যাত্রীরা বলেন, যানজটে আটকা পরে মহাসড়কেই রাত কাটাতে হচ্ছে। ঘুম,খাওয়া, টয়লেট ও ওয়াশরুমসহ প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে। সবচেয়ে বেশি সমস্যায় পরেছেন মহিলা ও শিশুরা।

রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, যে ট্রাকগুলো সিরিয়াল ভেঙ্গে যাচ্ছে সেগুলো বাজে মালবাহী ট্রাক (সহজে পচে না এমন পণ্য) নয়, কাঁচামালের ট্রাক। আর এই ট্রাকগুলো সুযোগ পেলেই ডানপাশ বা উল্টো পথে যাওয়ার চেষ্টা করে। তবে তাদের সামনে পরলে এসব মালামালবাহী ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন তারা।

বাংলাদেশ জার্নাল/স্বর্ণ/রাজু

  • সর্বশেষ
  • পঠিত