কুসিক নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন রিফাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২২, ১৯:২৩ আপডেট : ১৩ মে ২০২২, ২০:২৬

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন পেয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। বৈঠক সূত্র বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছে।
|আরো খবর
শুক্রবার বিকালে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় রিফাতকে মনোনয়ন দেয়া হয়। কুসিক নির্বাচনে দলীয় প্রতীক নৌকা নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বৈঠকে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বৈঠকে অংশ নিয়েছেন বোর্ডর সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও রাশিদুল আলম, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরুল্লাহ, লেফটেনেন্ট কর্নেল (অব.) ফারুক খান, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ।
শুক্রবার বিকেল ৪টার পর থেকে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্যরা গণভবনে এসে পৌছান। পরে বিকাল ৪টা ৩৫ মিনিটে বেঠক শুরু হয়। এতে কুমিল্লা সিটি করপোরেশনের আওয়ামী লীগের প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়।
বাংলাদেশ জার্নাল/এআর/এমএম