ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ
জার্নাল ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২২, ১৪:২৪ আপডেট : ১৪ মে ২০২২, ১৭:৪০

আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। শনিবার বেলা ১১টার দিকে সায়েন্স ল্যাব মোড়ে এ ঘটনা ঘটে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
|আরো খবর
মেয়েবন্ধুকে টিজ করাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা গেছে।
সংঘর্ষের বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর এ টি এম মইনুল হোসেন বলেন, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ঝামেলা হয়েছিলো। আমি শিক্ষকদের পাঠিয়েছি। শিক্ষার্থীরা সরে এসেছে। এখন পরিস্থিতি শান্ত।
নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে চলে গেছেন। রাস্তায় এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে শিক্ষার্থীদের মধ্যে কী নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয়।
বাংলাদেশ জার্নাল/রাজু