ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

হবিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬শ লিটার ভোজ্যতেল জব্দ

  হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৫ মে ২০২২, ০১:১৬

হবিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬শ লিটার ভোজ্যতেল জব্দ
ছবি: প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা সদরের বড়বাজার ও গ্যানিংগঞ্জ বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ভাবে মজুত করে রাখা অসাধু ব্যবসায়ীর গোডাউন থেকে ৬০০ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়েছে।

শনিবার (১৪মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা সদরের বড়বাজার ও গ্যানিংগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ এ তথ্য নিশ্চিত করে বলেন, কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে বেশি দামে বিক্রি করার উদ্দেশ্যে তেল মজুদ করে রেখেছিল।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ নিজে উপস্থিত থেকে অভিযানের সময় জব্দকৃত তেলের বোতলে গায়ে পূর্বলিখিত যে দাম ছিল প্রতি ২ লিটার তেলের বোতল ৩২০ টাকা এবং ৫ লিটার তেলের বোতল ৮০০ টাকা দরে তাৎক্ষনিক সাধারণ ক্রেতাদের নিকট বিক্রি করার ব্যবস্থা করেন।

পদ্মসন সিংহ জানান, এসকল অবৈধ ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তীতে আরো কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত