ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

ধূমপানের ভিডিও ভাইরাল, ৪ ছাত্রী বহিষ্কার

  গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ১৫ মে ২০২২, ১৪:১৩

ধূমপানের ভিডিও ভাইরাল, ৪ ছাত্রী বহিষ্কার
ছবি: সংগৃহীত

ধূমপানের ভিডিও ভাইরাল হওয়ায় চার শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযুক্ত শিক্ষার্থীর সবাই টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি এ্যান্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্রী।

মঙ্গলবার ওই চার শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে এনে বহিষ্কারের বিষয়টি অবগত করেন কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ শিক্ষা প্রতিষ্ঠানের পোশাক পরিহিত শিক্ষার্থীদের ধূমপান করতে দেখা যায়। ভাইরাল ভিডিওটি গত ২০ এপ্রিল নজরে আসে স্কুল কর্তৃপক্ষের। তখন স্কুল বন্ধ থাকায় অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ওই ছাত্রীরা এ বিদ্যালয়ে পড়লে তারা অন্য শিক্ষার্থীদের তিরস্কারের শিকার হয়ে বিব্রতকর অবস্থায় পড়তে পারেন। তাই তাদের অভিভাবকদের ডেকে এনে অন্য বিদ্যালয়ে ভর্তির পরামর্শ দেয়া হয়েছে।

এদিকে গাজীপুর জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা মুঠোফোনে বলেন, ছাত্রীদের ধূমপানের বিষয়ে আমি অবগত নই। ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষের সঙ্গে আলাপ করে ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত