দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মুন্সীগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২২, ১৭:৩১
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মুন্সীগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়েছে। বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে জেলা কার্যালযের সামনে এ কর্মসূচিতে বাধা দেয় পুলিশ।
|আরো খবর
পরে সদরের পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন তারা।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুল হক, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হাই, সদস্য সচিব কামরুজ্জামান রতন, বিএনপির কেন্দ্রীয় বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুল কুদ্দুস ধীরেন।
দলীয় কর্মসূচিতে অংশ নিতে বিভিন্ন উপজেলা থেকে দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসেন।
বাংলাদেশ জার্নাল/এসকে