ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪২ মিনিট আগে
শিরোনাম

দাবি না মানলে শ্রমজীবীদের নিয়ে দুর্বার আন্দোলন

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ১৮ মে ২০২২, ২০:৫৮

দাবি না মানলে শ্রমজীবীদের নিয়ে দুর্বার আন্দোলন
ছবি: প্রতিনিধি

ভূমিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্ত দেয়া এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন। দাবি বাস্তবায়ন না হলে দেশের শ্রমজীবীদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেয়া হয়।

বুধবার বেলা ১২টার দিকে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলু।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি বাচ্চু ভূঁইয়া, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলিফ দেওয়ান, গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক জামান কবিরসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, দেশে নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে জনগণের জীবনে নাভিশ্বাস উঠেছে। তারা এর থেকে পরিত্রাণ চায়। শ্রমজীবীরা চড়া দামে দ্রব্যমূল্য ক্রয় করতে না পেরে অনেকেই শহর ছাড়তে শুরু করেছে।

খাস জমির বিষয়ে বক্তারা বলেন, স্বাধীনতার ৫০ বছর পরেও ভূমিহীনরা মানবেতর জীবনযাপন করছে। আমরা সরকারের কাছে আমাদের অধিকার চাই। নিত্যপণ্যের দাম কামতে হবে, ভূমিহীনদের ভূমি বন্দোবস্ত দিতে হবে৷ নতুবা শ্রমজীবীদের নিয়ে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেষ হয়। এরপর একই দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত