ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৯ মিনিট আগে
শিরোনাম

গাজীপুরে ক্রেনের বেল্ট ছিঁড়ে শ্রমিকের মৃত্যু

  গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ১৮ মে ২০২২, ২১:৩৬

গাজীপুরে ক্রেনের বেল্ট ছিঁড়ে শ্রমিকের মৃত্যু
ছবি: প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা এলাকায় ক্রেনের বেল্ট ছিঁড়ে গোলাম কিবরিয়া (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

বুধবার বিকেল ৪টার দিকে শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা এলাকার এসকেবি স্টিল মিলে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিক গোলাম কিবরিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার লক্ষীপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি স্থানীয় বৈরাগীর চালা এলাকায় ভাড়া বাড়িতে থেকে ওই কারখানায় শ্রমিকের কাজ করতেন।

কারখানা কর্তৃপক্ষের বরাত দিয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুর রহমান জানান, শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা এলাকার এসকেবি স্টিল মিলের মালামাল লোড-আনলোডের কাজে ক্রেন ব্যবহার করা হয়। বুধবার বিকেলে মালামাল লোড-আনলোডের কাজ করছিলেন ক্রেনের সাহায্যে। এ সময় ক্রেনের বেল ছিঁড়ে মালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই গোলাম কিবরিয়া মারা যান।

তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত