ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

র‌্যাব-পুলিশের মারামারির ঘটনায় তদন্ত কমিটি গঠন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৯ মে ২০২২, ০৯:২৭

র‌্যাব-পুলিশের মারামারির ঘটনায় তদন্ত কমিটি গঠন
ছবি: সংগৃহীত

ফেনীর পরশুরামে ভুল বোঝাবুঝির কারণে র‌্যাব-পুলিশের মারামারির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ফেনী পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে প্রধান করে গঠিত এ তদন্ত কমিটিতে সদস্য রয়েছেন সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান ও বিশেষ শাখার পুলিশ পরিদর্শক সাইফুদ্দিন ভূঞা।

বুধবার তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে কয়েকজন প্রত্যক্ষদর্শী ও দোকানীর সাক্ষ্য গ্রহণ করেছেন। এছাড়াও তারা এ ঘটনায় আহত পুলিশ সদস্যদের সঙ্গেও কথা বলেছেন।

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা জানান, এ বিষয়ে তদন্ত শেষ করে আগামী ১০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে এসপি স্যার নির্দেশ নিয়েছেন। সেই আলোকে আমরা বুধবার ঘটনাস্থল ও আশপাশের প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করেছি। আহত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেছি।

উল্লেখ্য, মঙ্গলবার (১৭ মে) রাত আটটার দিকে পরশুরাম উপজেলার সুবার বাজার সংলগ্ন ডাকবাংলা মোড়ে সাদা পোশাকে দায়িত্ব পালনকালে ফেনীর পরশুরামে পুলিশ ও র‌্যাব সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হন। পুলিশ ও র‌্যাব উভয় পক্ষই সাদা পোশাকে থাকায় একে অন্যকে চিনতে না পারায় এ ঘটনা ঘটে বলে জানান সংশ্লিষ্টরা।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত