ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

যশোরে ইসি আহসান হাবিব

দুর্নীতি ও পক্ষপাতমুক্ত নির্বাচন উপহার দিতে কাজ করছে কমিশন

  যশোর প্রতিনিধি

প্রকাশ : ১৯ মে ২০২২, ২১:৫২

দুর্নীতি ও পক্ষপাতমুক্ত নির্বাচন উপহার দিতে কাজ করছে কমিশন
ছবি: প্রতিনিধি

নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব) আহসান হাবিব খান বলেছেন, দুর্নীতি ও পক্ষপাতমুক্ত নির্বাচন উপহার দিতে কাজ করছে নির্বাচন কমিশন। এজন্য আগামীকাল থেকে নতুন ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে।

তিনি বলেন, নির্বাচন কমিশনগণ সারাদেশের অফিসগুলো পরিদর্শন করছেন এবং সংশ্লিষ্ট মাঠ কর্মকর্তাদের দিকনির্দেশনা দিচ্ছেন।

বৃহস্পতিবার দুপুরে যশোর জেলা নির্বাচন অফিসারের কার্যালয় পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

আহসান হাবিব খান সকাল ১০টায় জেলা নির্বাচন কার্যালয়ে পৌঁছান। এরপর তিনি কার্যালয় পরিদর্শনের পাশাপাশি কর্মকর্তাদের সাথে কথা বলেন। এ সময় তার সাথে ছিলেন খুলনা বিভাগীয় নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী, যশোরের সিনিয়র নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আতিকুল ইসলাম।

আরও পড়ুন: বিএনপি থেকে পদত্যাগ করলেন মেয়রপ্রার্থী সাক্কু ও কায়সার

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত