ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

কুসিক নির্বাচনে বৈধ প্রার্থী হলেন যারা

  কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ২০ মে ২০২২, ১৬:৩২

কুসিক নির্বাচনে বৈধ প্রার্থী হলেন যারা
ফাইল ফটো

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ১৫৪ জনে। এর মধ্যে ৬ জন মেয়র, ১১১ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর এবং ৩৭ জন সংরক্ষিত নারী কাউন্সিলর। ১৯ মে যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন কুসিক নির্বাচনের রিটারনিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী।

মেয়র পদে প্রার্থীরা হলেন: আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত, স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু, মাসুদ পারভেজ খান ইমরান, নিজাম উদ্দিন কায়সার, কামরুল হাসান বাবুল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রাশেদুল ইসলাম।

কাউন্সিলর প্রার্থীরা হলেন: সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে মনোনীত হয়েছেন চারজন প্রার্থী। তারা হলেন- কাজী গোলাম কিবরিয়া, আবুল হোসাইন ছোটন, ইকবাল হোসেন ও মোঃ আবুল কালাম আজাদ। ২ নম্বর ওয়ার্ডে মনোনীত পাঁচজন হলেন- মাসুদুর রহমান মাসুদ, নাহিদা আক্তার, গাজী গোলাম সারওয়ার, আব্দুল মোন্নাফ। ৩ নম্বর ওয়ার্ডে মনোনীত আটজন হলেন- সরকার মাহমুদ জাবেদ, মোঃ এনামুল হক ভূইয়া, মোঃ শাহজাহান, মনিরুল আলম, আরিফুল ইসলাম চৌধুরী, মোঃ স্বপন আলী, আব্দুল্লাহ আল মোমেন, মোঃ মুরাদ মিয়া। ৪ নম্বর ওয়ার্ডে মনোনীত চারজন হলেন- রোখসানা আক্তার, আব্দুল জলিল, মোসলেম উদ্দিন, মোঃ নাসির উদ্দিন নাজিম। ৫ নম্বর ওযার্ডে কাউন্সিলর প্রার্থী একজন, তিনি হলেন সৈয়দ রায়হান আহমেদ। ৬ নম্বর ওয়ার্ডে মনোনীত দুইজন হলেন- মো. মোশারফ হোসেন ও মো. আমিনুল ইসলাম। ৭ নম্বর ওয়ার্ডে চারজন; তারা হলেন- আব্দুর রহমান, মোঃ শাহ আলম খান, ফরহাদ হোসেন ও রিয়াজ উদ্দিন খান। ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী চারজন; তারা হলেন- বিকাশ চন্দ্র দাস, সৈয়দ মহসিন আলী, মোঃ জহিরুল কামাল ও রাজন পাল।

এছাড়াও ৯ নম্বর ওয়ার্ডে মনোনীত কাউন্সিলর প্রার্থীর সংখ্যা পাঁচজন; তারা হলেন- মোঃ আশিকুর রহমান, মোঃ কাউছার, মোঃ মিজানুর রহমান মিলন, জমির উদ্দিন খান জম্পি ও মোঃ কামাল হোসেন। ১০ নম্বর ওযার্ডে শুধুমাত্র মোঃ মঞ্জুর কাদের মনি। ১১ নম্বর ওয়ার্ডে চারজন; তারা হলেন- হাবিবুর আল আমিন সাদী, কাজী শামসুল আলম, মোঃ পারভেজ হানিফ ও এ কে এম সিদ্দিকুর রহমান। ১২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী তিনজন; তারা হলেন- মোঃ ওমর ফারুক, মোঃ ইমরান, কাজী জিয়াউল হক। ১৩ নম্বর ওয়ার্ডে চারজন হলেন- মোঃ কাউসার খন্দকার, মোঃ নুরে আলম, মোঃ রাজিউর রহমান, মোঃ শাখাওয়াত উল্লাহ। ১৪ নম্বর ওয়ার্ডে মনোনীত তিনজন হলেন- আহাদ হোসেন বিশ্বাস ও মোঃ সেলিম খান। ১৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী চারজন; তারা হলেন- মোঃ আরমানুর রহমান, মোঃ হুমায়ুন কবির, সাইফুল ইসলাম ও সাইফুল বিন জলিল। ১৬ নম্বর ওয়ার্ডে চারজন হলেন- মোঃ জাহাঙ্গীর হোসেন বাবুল, জাহাঙ্গীর আলম, মোঃ আনোয়ার হোসেন খোকন ও মোঃ আমির হোসেন। ১৭ নম্বর ওয়ার্ডে পাঁচজন; তারা হলেন- হানিফ মাহমুদ, সাইফুল ইসলাম, রুনা বেগম, মোহাম্মদ হাবিব ও মোহাম্মদ মোস্তফা কামাল। ১৮ নম্বর ওয়ার্ডে তিনজন; তারা হলেন- আফসান মিয়া, শওকত আকবর ও মোহাম্মদ নাসিম হোসেন। ১৯ নম্বর ওয়ার্ডে মনোনীতরা হলেন-নাজমুল হাসান চৌধুরি, আলমগীর রহমান, মোজাম্মেল হোসেন, মোহাম্মদ জাকির হোসেন ও রেজাউল করিম।

তাছাড়াও ২০ নম্বর ওয়ার্ডে মনোনীত তিনজন হলেন- হারুনুর রশিদ, মোহাম্মদ মাহে আলম ও মোঃ আনোয়ার হোসেন। ২১ নম্বর ওয়ার্ডে মনোনীতরা হলেন- আক্তার হোসেন, কাজী মাহবুবুর রহমান, মোঃ গোলাম মোস্তফা মজুমদার ও মোঃ মাহবুবুর রশিদ মাহবুব। ২২ নম্বর ওয়ার্ডে তিনজন; তারা হলেন- বিজয় রতন দেবনাথ মোঃ শাহ আলম মজুমদার ও মোহাম্মদ আজাদ হোসেন। ২৩ নম্বর ওয়ার্ডে সাতজন হলেন- নুরুল ইসলাম, মোঃ আনিসুজ্জামান, আবুল হাসান, মুহাম্মদ আলমগীর হোসেন, মাহবুব আলম, নুর মোহাম্মদ, মোহাম্মদ শাহজালাল। ২৪ নম্বর ওয়ার্ডে ছয়জন; তারা হলেন- মোঃ মুহিবুর রহমান, মোহাম্মদ ফজল খান, মোহাম্মদ নাসির উদ্দিন, মোঃ মোস্তফা কামাল, আব্দুল মতিন খান ও মোঃ আবু হানিফ। ২৫ নম্বর ওয়ার্ডে ছয়জন হলেন- মোঃ খলিলুর রহমান, মোঃ এমদাদ উল্ল্যাহ, মোঃ জহিরুল ইসলাম, আব্দুল খালেক, মোঃ অহিদুর রহমান ও মোঃ রফিকুল ইসলাম। ২৬ নম্বর ওয়ার্ডে পাঁচজন; তারা হলেন- কামাল হোসেন, মোঃ জহিরুল ইসলাম, মোঃ আব্দুস সাত্তার, মোঃ গোলাম সারোয়ার কাউসার, মোঃ জাহাঙ্গীর হোসেন। ২৭ নম্বর ওয়ার্ডে ছয়জন হলেন- মোঃ আবুল হাসান, মোঃ মকবুল আহমেদ, মোঃ ওসমান গনি, মোহাম্মদ সাইফুল হক, হোসাইন মোশারফ, জামাল উদ্দিন আহমেদ চৌধুরী।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী যারা: ১ নম্ব ওয়ার্ডে নারী কাউন্সিলর প্রার্থী মনোনীত হয়েছেন ছয়জন; তারা হলেন- কাউসারা বেগম, শাহিনুর আক্তার টিটু, সফুরা সুলতানা এ্যানি, মমতাজ বেগম, রোকসানা ইসলাম ও আছিয়া মাহজাবিন খান (নিশু)। ২ নম্বর ওয়ার্ডে চারজন হলেন-দিলরুবা আক্তার, কোহিনুর আক্তার কাকলি, নাদিয়া নাসরিন ও বৃষ্টি আক্তার। ৩ নম্বর ওয়ার্ডের চারজন হলেন- উম্মে কুলসুম, মোসাঃ ফারজানা আক্তার, রাশেদা এমরান ও ফাতেমা আক্তার। ৪ নম্বর ওয়ার্ডের পাঁচজন হলেন- রুমা আক্তার, নাসরিন সুলতানা, টিলটি সেনগুপ্তা, অনিতা সরকার ও ফাতেমা আক্তার। ৫ নম্বর ওয়ার্ডে চার কাউন্সিলর প্রার্থী হলেন- নুরজাহান আলম(পুতুল), মোসাঃ ফরিদা আক্তার, স্বপ্না বিনতে সাত্তার ও শিউলি আক্তার। ৬ নম্বর ওয়ার্ডে তিনজন হলেন- রোকেয়া আক্তার, নেহার বেগম ও মোসাঃ হাসনা হেনা লিলি। ৭ নম্বর ওয়ার্ডে তিনজন হলেন- উম্মে সালমা, তাহমিনা আক্তার ও নাসরিন আক্তার। ৮ নম্বর ওয়ার্ডে মনোনীত প্রার্থীরা হলেন- খোদেজা বেগম, আমেনা বেগম, ফারহানা পারভীন ও মোসাম্মৎ রোকসানা হক বিউটি। ৯ নম্বর ওয়ার্ডের চারজন হলেন- রুবি আক্তার, মোসাম্মৎ লাকি বেগম, সেলিনা আক্তার, শাহীনা আক্তার।

এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহেদুন্নবী চৌধুরী বলেন, আমরা একটি উৎসবমুখর পরিবেশে অবাধ সুষ্ঠু ও নিরেপক্ষ নির্বাচন করতে সকলের সহযোগিতা কামনা করি।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত