ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

হজযাত্রীদের করোনা পরীক্ষা বিনামূল্যে

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২২, ১৩:৩৫  
আপডেট :
 ২১ মে ২০২২, ১৪:০৯

হজযাত্রীদের করোনা পরীক্ষা বিনামূল্যে

বাংলাদেশি হজযাত্রীদের করোনা পরীক্ষা বিনা খরচে করে দেবে সরকার। ইতমধ্যে হজযাত্রীদের করোনা পরীক্ষা বিনামূল্যে করিয়ে দেয়ার সিদ্ধান্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে জানিয়েছে।

এর আগে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই অনুরোধ জানিয়ে স্বাস্থ্য সেবা বিভাগকে চিঠি দিয়েছিলো।

স্বাস্থ্য সেবা বিভাগের চিঠিতে বলা হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে চলতি বছরে হজযাত্রীদের বিনামূল্যে আরটিপিসিআর টেস্টের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়। হজযাত্রীদের আরটিপিসিআর টেস্ট দেশে বিদ্যমান ব্যবস্থাতেই সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হলো।

হজযাত্রীদের রওনা হওয়ার আগের ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ নিয়ে বিমানে উঠতে হবে।

আগামী জুলাই মাসের প্রথম ভাগে হজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে এবার হজে যেতে পারছেন ৫৭ হাজার ৫৮৫ জন।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত