ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

চট্টগ্রামে বাস দুর্ঘটনায় ১৩ পুলিশ সদস্য আহত

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২১ মে ২০২২, ১৪:৫৪  
আপডেট :
 ২১ মে ২০২২, ১৫:১৬

চট্টগ্রামে বাস দুর্ঘটনায় ১৩ পুলিশ সদস্য আহত
ছবি: প্রতিনিধি

চট্টগ্রামে বাস দুর্ঘটনায় শিল্প পুলিশের ১৩ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সকাল ৯টায় নগরীর সাগরিকা রোডে এ ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা কিছুটা গুরুতর বলে জানান দায়িত্বরত চিকিৎসক।

আহত পুলিশ সদস্যরা হলেন, শামীম হোসেন (২২), রিমি (২২), জসিম (২৩), মানিক (২৪), সজিব (২১), সালাউদ্দিন (২২), সৈকত (২২), মাহাবুল (২৬), জসিম (২৩), জান্নাত (২২), রুম্পা (২১), উইনপ্রু (২২), মাসুদ (২৩)। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার জসিম উদ্দিন।

আহত পুলিশ সদস্যদের দেয়া তথ্য অনুযায়ী জানা যায়, উত্তর কাট্টলীর পুলিশ লাইনে প্যারেড শেষ করে ফেরার সময় নগরীর সাগরিকা রোডে দুটি বাসে বসে অপেক্ষা করছিলেন পুলিশ সদস্যরা। এ সময় ১১ নম্বর রুটের একটি সিটি সার্ভিস বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার ডিভাইডারে ধাক্কা দেয়, তারপর সজোরে এসে ধাক্কা দেয় পুলিশের বাসে। এতে বাসে থাকা ১৩ পুলিশ সদস্য আহত হন।

ঘটনার পরই আহত পুলিশ সদস্যদের দেখতে মেডিকেলে আসেন সিএমপির কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। এ সময় তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।

কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, আহতদের মধ্যে তিনজন পুলিশ সদস্যের অবস্থা কিছুটা গুরুতর। তবে তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা সিএমপির পক্ষ থেকে নেয়া হচ্ছে।

এ বিষয়ে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, দুর্ঘটনার পর পুলিশ সদস্যদের চমেকে ভর্তি করা হয়েছে। বাসটি আটক করা হলেও, চালককে আটক করা সম্ভব হয়নি। তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত