ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৪ মিনিট আগে
শিরোনাম

খড় টানতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

  ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ : ২১ মে ২০২২, ১৮:০৪

খড় টানতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় গরুর জন্য খড়ের পালা থেকে খড় টানার সময় সাপের কামড়ে আজিজুর রহমান (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজিজুর রহমান উপজেলার বড়বাড়ি ইউনিয়নের রনবাগ গ্রামের মৃত সমীর উদ্দিনের ছেলে। বড়বাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাত দিয়ে চেয়ারম্যান বলেন, শুক্রবার সন্ধ্যার আগে বাড়ির পাশে খড়ের পালা থেকে গরুর জন্য খড় টেনে বের করার সময় অচেনা একটি সাপ আজিজুর রহমানকে কামড় দেয়। পরে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়াও ঠাকুরগাঁও সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রাকিবুল আলম চয়ন বলেন, বালিয়াডাঙ্গী উপজেলা থেকে সাপের কামড়ে আহত আজিজুর রহমান নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। কিন্তু হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ পূর্বেই তার মৃত্যু হয়। তাই সেই ব্যক্তির চিকিৎসা করার সুযোগ পাওয়া যায়নি।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত