ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

গাজীপুরে ৬’শ বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

  গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ২১ মে ২০২২, ২৩:০৫

গাজীপুরে ৬’শ বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
প্রতীকী ছবি

গাজীপুর মহানগরের গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে ৬’শ বাড়ির ১২’শ অবৈধ চুলায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ৬ জন আবাসিক গ্যাস গ্রহণকারীকে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (২১ মে) গাজীপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন।

তিনি জানান, গাজীপুর মহানগরের গাছা থানার ডেগেরচালা, ছয়দানা হাজীর পুকুর ও পূর্বাচল স্টীল মিল রোড এলাকায় অভিযান চালানো হয়।এসময় ১৮টি পয়েন্টে অবৈধভাবে স্থাপিত প্রায় ৪৫০ মিটার পাইপ লাইন অপসারণ করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ফলে প্রায় ৬০০ টি বাড়ির আনুমানিক ১২’ শ অবৈধ চুলায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অভিযান পরিচালনাকালে মোবাইল অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ৬ জন আবাসিক গ্যাস গ্রহণকারীকে সর্বমোট ৪ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়।

অভিযান পরিচালনাকালে তিতাসের (জাবিঅ-জয়দেবপুর) ব্যবস্থাপক প্রকৌশলী নৃপেন্দ্রনাথ বিশ্বাস, প্রকৌশলী মির্জা শাহনেওয়াজ লতিফ, প্রকৌশলী মো. আসাদুজ্জামান আজাদ, প্রকৌশলী কে. এইচ. ফয়সাল আহমেদ ও মো. আমিরুল ইসলাম (রাজস্ব) প্রমূখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত