চট্টগ্রামে সিটিগেটে দোকানে আগুন
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২২, ১০:৩৯
চট্টগ্রাম নগরীর সিটিগেট এলাকার একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের ৬টি গাড়ি কাজ করছে।
|আরো খবর
রোববার সকাল ৯টা ৫ মিনিটে আকবরশাহ থানাধীন ওই এলাকার বায়েজিদ স্টিলের পাশের একটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। বিষয়টি আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ পরিচালক আনিসুর রহমান নিশ্চিত করেন।
তিনি বলেন, সিটিগেট এলাকার মুরগির খাদ্য গুদাম ও দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের ছয়টি গাড়ি নিয়ন্ত্রণে কাজ করছে। এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের পরিমাণ জানা যায় নি।
বাংলাদেশ জার্নাল/ওএফ