রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২২, ১৪:০১
রাজবাড়ী সদর উপজেলার ড্রাইআইস ফ্যাক্টরি এলাকায় ট্রেনে কাটা পড়ে আনন্দ সরকার (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
|আরো খবর
রোববার সকাল ৮টার দিকে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী সাটল ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনন্দ সরকার পৌর সভার ৮ নং ওয়ার্ডের ড্রাইআইস ফ্যাক্টারী এলাকার সুবল চন্দ্র সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ড্রাইআইস ফ্যাক্টরির কাছে আসলে আনন্দ সরকার ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এ সময় তার মৃত্যু হয়। পারিবারিক কলহ বা অসুস্থতার কারণে তিনি এমন কাজ করে থাকতে পারেন বলে মনে করেন প্রত্যক্ষদর্শিরা।
জিআরপি থানার এস আই মো. আসাদুজ্জামান জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ জার্নাল/ওএফ