ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের বাসে ধাক্কা, সেই চালক গ্রেপ্তার

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২২ মে ২০২২, ১৬:১৯  
আপডেট :
 ২২ মে ২০২২, ১৭:৫৮

নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের বাসে ধাক্কা, সেই চালক গ্রেপ্তার
গ্রেপ্তার নাহিদুল ইসলাম স্বপন

চট্টগ্রাম নগরীর সাগরিকায় নিয়ন্ত্রণ হারিয়ে শিল্প পুলিশের বাসে ওপর বাসের ধাক্কায় ১৩ পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় বাসচালক নাহিদুল ইসলাম স্বপনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাতে পাহাড়তলী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে তাকে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, শিল্প পুলিশের বাসে ধাক্কা দেয়া বাসের চালক নাহিদুল ইসলাম স্বপনকে গত রাতে পাহাড়তলী বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার দুপুরে তাকে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, শনিবার সকাল ৯টায় নগরীর সাগরিকার এ কে খান গেট এলাকায় বাসের ধাক্কায় শিল্প পুলিশের ১৩ সদস্য আহত হন। ঘটনার পরপরই পুলিশ বাসটি জব্দ করে। এ ঘটনায় শিল্প পুলিশের এসআই নাজমুল হাসান মোল্লা বাদী হয়ে পাহাড়তলী থানায় মামলা দায়ের করেন। আহত পুলিশ সদস্যরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত পুলিশ সদস্যদের দেয়া তথ্য অনুযায়ী, উত্তর কাট্টলীর পুলিশ লাইনে প্যারেড শেষ করে ফেরার সময় নগরীর সাগরিকা রোডে দুটি বাসে বসে অপেক্ষা করছিলেন পুলিশ সদস্যরা। এ সময় ১১ নম্বর রুটের একটি সিটি সার্ভিস বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার ডিভাইডারে ধাক্কা দেয়, তারপর সজোরে এসে ধাক্কা দেয় পুলিশের বাসে। এতে বাসে থাকা ১৩ পুলিশ সদস্য আহত হন।

ঘটনার পরই আহত পুলিশ সদস্যদের দেখতে মেডিকেলে আসেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। এ সময় তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত