ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

গাজীপুরের রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

  গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ২৪ মে ২০২২, ১৯:৩১

গাজীপুরের রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ছবি: প্রতিনিধি

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার রেলওয়ে কর্তৃপক্ষ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সফি উল্লাহ।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে উঠেছিল দোকানপাট ও ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা। এক পর্যায়ে রেলওয়ে কর্তৃপক্ষ সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। পরে বিভিন্ন ফলের দোকান, চায়ের দোকান ও ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বিভিন্ন দোকানপাট-ঘরবাড়িসহ শতাধিক অবৈধ স্থাপনা এক্সেভেটর (ভেকু) দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে।

এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, রেলওয়ে পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত