ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

রাজধানীতে স্বস্তির পরশ বুলিয়ে গেলো এক পশলা বৃষ্টি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২২, ১৪:৩৩  
আপডেট :
 ২৫ মে ২০২২, ১৪:৫৬

রাজধানীতে স্বস্তির পরশ বুলিয়ে গেলো এক পশলা বৃষ্টি
ছবি: ইলিয়াস সাজু

টানা কয়েকদিনের ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির পরশ বুলিয়ে গেলো এক পশলা বৃষ্টি। তীব্র গরমের পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে নগরবাসীর মাঝেও। বুধবার দুপুর সোয়া ১২টার পর বাংলামোটর, ফার্মগেট, মহাখালী, মিরপুর, শাহবাগসহ রাজধানীর বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে।

বুধবার আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ দেশের বেশ কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টি টানা হবে না। থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের হতে পারে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার নামে বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী তিন দিনে দেশের আবহাওয়ায় সামান্য পরিবর্তন হতে পারে। আজ সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিলো ৭৫ শতাংশ এবং বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

সর্বশেষ রেকর্ড অনুযায়ী দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোর জেলায় ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম ও কুতুবদিয়ায় ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে মাইজদী কোর্টে।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত