এমসি কলেজ ছাত্রীনিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিলেট প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২২, ১৮:৫৪
সিলেট এমসি কলেজের নতুন ছাত্রীনিবাসের একটি কক্ষ থেকে স্মৃতি রানী দাস (২১) নামে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ করেছে পুলিশ।
|আরো খবর
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এমসি কলেজে ছাত্রীনিবাসের চারতলার একটি কক্ষের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় ওই ছাত্রীকে পাওয়া যায়।
স্মৃতি রানী দাস কলেজের ইংরেজি বিভাগের অনার্স প্রথমবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের যুগল কিশোর দাসের মেয়ে।
নগরীর শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে সকাল সাড়ে ৭টায় পুলিশ সদস্যরা ছাত্রীনিবাসে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই শিক্ষার্থী রাত ২টা থেকে ভোর ৬টার মধ্যে তৃতীয় তলায় নিজ শয়নকক্ষ থেকে বের হয়ে চারতলার ৪০৩ নম্বর ফাঁকা কক্ষে গিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে কী কারণে মেয়েটি আত্মহত্যা করেছে তা তাৎক্ষণিক জানা যায়নি। এছাড়া ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর ঘটনাটি আত্মহত্যা না হত্যা তা জানা যাবে।
বাংলাদেশ জার্নাল/এমএস